How to root an android device 2022. Can You Root any Android device

 


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন।আশা করছি সবাই ভালো আছেন।আজকে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন টি রুট করবেন।

ইন্টারনেট দুনিয়ায় আপনি অনেক ভাবে আপনার ফোন টি রুট করতে পারবেন,তার মধ্যে আজ আমি যেটা দেখাচ্ছি সেটা সব থেকে সহজ।

রুট করার আগে সবার একটি কমন প্রশ্ন থাকে?

প্রশ্ন? আমি আমার ফোন টা রুট করার পর, আনরুট করবো কিভাবে?

উত্তর? আমি থাকতে আপনাদের কোন চিন্তা নেই, রুট করার পর আপনি যদি আপনার ফোন টি আনরুট করতে চান থাকলে তাহলে আপনি যে অ্যাপ টি দিয়ে আপনার ফোন টি রুট করেছেন সেই অ্যাপ টি Unstall করে দেন, বেস আপনার ফোন টি আনরুট হয়ে গেছে।

আপনার ফোন টি কিভাবে আনরুট  করবেন এটা তো শিখে গেলেন,

তাহলে চলুন কিভাবে আপনার ফোন টি রুট করবেন সেটাও শিখে যান......

অ্যান্ড্রয়েড ফোন রুট করার জন্য আপনার একটি অ্যাপ প্রয়োজন হবে সেটার নাম হলো Kingroot

প্রথমে অ্যাপ টি ডাউনলোড করে নিন,এরপর ইন্সটল করুন,ইন্সটল হয়ে গেলে অ্যাপ টি ওপেন করেন, 

অ্যাপ টি ওপেন করার পর এই রকম ইন্টারফেস  দেখতে পারবেন⤵️


 এখানে যে Continue বাটন টা দেখতে পারছেন সেখানে ক্লিক করেন, ক্লিক করার পর যখন Security index 100 হবে, তখন বা দিকের উপরে যে থ্রি ডট আইকন টি তে ক্লিক করেন।

এই রকম দেখেতে পারবেন.....⤵️





থ্রি ডট আইকনে ক্লিক করার পর এই রকম দেখতে পারবেন... 

No Root _Try Root

এখানে ক্লিক করেন...⤵️






Try Root এ ক্লিক করার পর এই রকম দেখতে পারবেন.⤵️





এই প্রসেসিং টা যখন 100% হবে তখন আপনার ফোন টি রুট হয়ে যাবে আর এই রকম দেখতে পারবেন...⤵️





আপনার ফোন টি রুট হয়েছে কিনা চেক করার  Root checker App টি উইস করতে পারেন।

আপনার পোস্ট টি পড়ে যদি আপনার কোন উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। 

আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad