আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো আছেন।
আজকে আবার আরেক টা নতুন টপিক নিয়ে চলে এসেছি।
আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি Connect করার Wifi এর Password বের করবেন Scanner ছাড়া।
Scanner ছাড়া যদি Connect wifi password বের করতে চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য।
Connect করা Wifi এর Password বের করার কথা আসলে আপনার মাথাই হয়তো এটা আস্তে পারে যে connect করা Wifi এর Password বের করা এমন কি কাজ, তাই না আরে ভাই এবার একটু থামুন আপনার অ্যান্ড্রয়েড ফোন Scanner আছে দেখে এই কথা ভাবতে পারলেন,আর যদি না থাকে তখন কি করবেন। আগের কার যে 5+Version অ্যান্ড্রয়েড ফোন ছিলো তাদের ফোন তো আর এই সিস্টেম টি ছিলো না তাই না,তাই আমি বলতাছি বাই চাঞ্জ যদি না থাকে আগামিতে,,,তখন কি করবেন।
তাই পোস্ট টি করা।তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে PlayStore এগিয়ে Connect Wifi password Show App টি ডাউনলোড করেন নিন।
ইন্সটল হয়ে গেলে অ্যাপ টি ওপেন করেন,ওপেন করার পর এই রকম আসতে পারে৷. ⤵️
এই রকম আসলে রুট পারমিশন দিয়ে দিবেন
(যারা যানেন না যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোন রুট করবেন তারা আমার আগের আরটিকেল টি পরতে পারেন....নিচে এটার লিংক দেওয়া হলো ⤵️
How To Root Your Android Device 2022
রুট পারমিশন দেওয়ার পর ডান দিকের উপরে থ্রি ডট আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন।
সেখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই রকম আসবে..⤵️
কিভাবে wifi password জানা যায়
আপনার ফোনে যত Wifi Network Connect করা আছে তার সব গুলো Password দেখতে পারবেন।
আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
পোস্ট টি পড়ে যদি আপনার কোন উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন।