আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।
আপনাদের জন্য আজকে আবার আরেক টা নতুন টিপস নিয়ে আসলাম।
টিপস টি হলো Facebook hacked account recovery.
আমরা অনেক সময় আমাদের ফেইসবুক
অ্যাকাউন্ট বন্ধু বা অন্য কারে ফোনে লগিন করে থাকি,কিন্তু লগ আউট করতে ভুলে যাই বা লগ আউট করলেও Auto Save করা থাকলে সেটা সব সময় তার ফোনে থেকে যাবে এতে কি হবে, আমরা কিন্তু জানতে পারব না যে কে কে আমার ফেইসবুক অ্যাকাউন্ট চালাছে বা কার কার ফোনে লগিন করা আছে তাই না।
আজকে আমার পোস্ট টি পড়লে আপনি নিজেই তাদের ফোন থেকে লগ আউট করতে পারবেন,সেটা আবার নিজের ফোন দিয়ে।
নিচে আমি Step by step দেখিয়ে দিচ্ছি।
Step-1
প্রথমে আপনি আপনার ফেইসবুক অ্যাকাউন্টি লগিন করুন লগিন করার পর Settings এ যান ⤵️
Step-2
Settings এ যাওয়ার পর Password and Security অপশন দেখতে পারবেন
সেখানে ক্লিক করুন ⤵️
Password and security অপশনে যাওয়ার পর দেখতে পারবেন,কার কার Android DEVICE e Login করা আছে।
আপনি চাইলেই এখন এখান থেকে লগ আউট করে দিতে পারেন।
Log Out All Of Sessions
এই অপশনে ক্লিক করুন⤵️
এখনো যদি বুঝতে না পারেন তাহলে নিচে একটা ভিডিও দেওয়া হলো
দেখতে পারেন।⤵️