ফোনে IP Address এর কি কাজ ? হ্যাক কিভাবে করে ? ফোন হ্যাক কীভাবে করা যাই ? Realltechnews 2022

 

আমাদের ফোনে কি এমন কোন একটা নাম্বার রয়েছে যে নাম্বারটা আমি যদি কোন হ্যাকার কে দেখিয়ে দিই তাহলে সে সঙ্গে সঙ্গে আমার ফোনটা হ্যাক করতে পারবে বিশেষ করে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস নাম্বারটা থাকলে নাম্বারটা আসলে কি এটা কিন্তু আমরা কোন সাধারণ মানুষ জানিনা আজকের আর্টিকেলে আমি এটা বলতে চলেছি যে এই আইপি এড্রেস কি এটা তোমার লুকিয়ে রাখা দরকার রয়েছে কিনা বা এরকম কোন ফোনে এত নাম্বার রয়েছে কিনা যেটা তোমার লুকিয়ে রাখা দরকার আর এটাও বলব যে হ্যাকাররা বেসিক্যালি তোমাদের ফোনকে বা আমাদের ফোনকে কিভাবে হ্যাক করে। আর্টিকেলে কেমন দেখতে থাকো। 

ip Address কি?

আমি প্রথমেই আমি যেটা বলতে চাই যে তুমি আর তোমার ফোনের সেটিং এ যাও এবং সেটিং এ যাওয়ার পর এখানে আবাউট মি মাই ফোন বাই এরকম কোন একটা অপশন থাকবে যেখানে তোমার ফোনে বিল্ডার নাম্বার আইপি অ্যাড্রেস সমস্ত কিছু এক্সট্রা এক্সট্রা অনেক রকমের নাম্বার রয়েছে যেগুলো চালাও তো আমরা বুঝি না আমাদের কোন কাজে লাগে না বাট আসলেই নাম্বার গুলো ঠিক কি এবং কি কাজে লাগে এগুলো লুকিয়ে রাখা দরকার আছে কিনা সেটা তবে আমি আজকে একটু বলে দিই তো প্রথমেই. 


আইপি অ্যাড্রেস রয়েছে ওটাই মেন জিনিস কম্প্রেসর বিল্ডার নাম্বার রয়েছে ওগুলো ফোন দেওয়ার সময় একটা একটা করে নাম্বার থাকে ওগুলো কে তুমি এগুলো করতে পারো বাট বেসিক্যালি আইপি অ্যাড্রেস থাকে আইপি এড্রেস টা কি আইপি এড্রেস টা রয়েছে আইপি এড্রেস টা হচ্ছে তুমি যে নেটওয়ার্ক টা ইউজ করছ ওই নেটওয়ার্কের তুমি যে ইউজ করছ ওটা স্পেসিফিকভাবে বোঝাতে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয় প্রত্যেকের ফোনের আইপি এড্রেস আলাদা হবে কারণ প্রত্যেকে আলাদা আলাদা নেটওয়ার্ক ইউজ করছে ধরে নাও কোন একটা ইন্টেলিজেন্সের কোন একটা কর্মী কাজ করছে এবং সে তোমার আইপি এড্রেস টা থেকে বলে দেবে যে এটা তোমার ফোন থেকেই ইউজ হচ্ছে তোমাকে স্পেসিফিকভাবে বোঝাতে আইপি এড্রেস গুলো ইউজ করা হয় খুব সাধারণভাবে বলতে গেলে ধরে না কোন একটা ক্লাস রয়েছে সেখানে অনেকগুলো রোল নাম্বার রয়েছে প্রত্যেকটা রোল নাম্বার প্রত্যেকটা স্টুডেন্ট কে বোঝায় সে রকম আইপি অ্যাড্রেস ওপর গোটা নেটওয়ার্ক দুনিয়ায় একটা স্পেসিফিক কোন নেটওয়ার্ক কানেকশন কে বোঝায় তা তোমার ফোনে রয়েছেন ওকে এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। এর কাছে বাড়ি আইপি অ্যাড্রেস নাম্বার এগুলো কি আমাদেরকে সিকিওর করা দরকার রয়েছে।

ip Address  লুকিয়ে রাখা কি দরকার?

তো এটা বলতে হলে আমাকে এটা বলতে হবে যে হ্যাকাররা শালা তো হ্যাক করে কিভাবে হ্যাকাররা হ্যাক করে সেটা তোমাকে জানিয়েই করে শুধু তুমি বুঝতে পারো না হ্যাকার তোমাদেরকে লোভ দেখায় সামনে কিছু একটা দিয়েপ তোমাকে লোভ দেখায় এবং তুমি চাইলে আবার মধ্যে পড়ে যাও বাছা কারো তোমাকে হ্যাক করা যায় সাধারণত আমরা পারমিশন দিয়ে দিয়েছে আমাদের অজান্তেই তুমি আমাকে হাগ করো আর এটাই হচ্ছে হ্যাকাররা করেন আর কোনদিনও তোমাকে জানিয়ে করে না, না জানিয়ে করে ওকে এবার কিভাবে কিভাবে হ্যাক তোমার ফোনটা হতে পারে এরকম নিশ্চয়ই কিছুদিন ধরে কিছু বছর ধরে সামনে কিছু বছর ধরে শুনেছো যে কারো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 800 টাকায় এমনি এমনি চলে গেছে কারো এটিএম থেকে এত টাকা এমনি এমনি চলে গেছে আসলে কিন্তু এগুলো এমনি এমনি চলে যায় না তারা ফাঁদে পড়ে এবং সেই ফাঁদে পড়া থাকে কিন্তু তাদের কাছ থেকে টাকাটা চলে যায় ঠিক আছে বেশি খেলে কি হয় ওরা হয়তো তোমার ফোনে একটা এরকম একটা মেসেজ পাঠাবে যে তুমি যদি আমাকে এক্ষুনি ইন্সটল করো তোমাকে ইনস্ট্যান্ট যে তোমার ব্যাংকে এত টাকা ঢুকিয়ে দেখাও. 


ঢুকিয়ে দেয়া হবে এবার যারা জানে যারা টেক জায়গা থেকে আছে তারা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে কিছু একটা গন্ডগোল হয়েছে আপনারা নিশ্চয়ই যার জন্যেই এমনি এমনি টাকা গুলো দিচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সেই অ্যাপটা আনইন্সটল করবে না বাট পরে নাও যারা কিছু জানে না যারা বোঝে না তারা লোভে পড়ে যাবে যার খুব টাকা দরকার তখন সে কি করবে তখন সেটাকে ইন্সটল করে নেবে জাপান মিশনগুলোকে দিয়ে দেবে এবং সে ফাঁদে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তার যে অ্যাপ টা রয়েছে সেটি অ্যাপ ইন্সটল করল সেই অ্যাপের মধ্যে তোমার ফোনে যা যা কিছু রয়েছে সবই চলে যাবে হ্যাকাররা উল্টো দিকে বসে আছে সমস্ত কিছু নিয়ে নেবে ওকে। ব্যাংক একাউন্টে যখন আমরা কমিশন ট্রানস্ফার করি কোন এটিএম কার্ড ইউজ করে কোন জায়গায় টাকা ট্রান্সফার করি তখন কি হয় আমাদেরকে একটা ওটিপি আছে এবার আগে থেকেই হয়তো সেই অ্যাপটা ইউজ করেছিল সেটা হয়তো ইন্সটল করে রেখেছে এটা বলতে পারি তো আমার কাছে আছে ওদের কাছে যাচ্ছে না তাহলে আমার কোন ব্যাংকের কোন ক্ষতি হবে না তবে আগে থেকে ইন্সটল করে রেখে দিয়েছো. 


কার্ডের সে কি করবে জিওটিভি টা তোমার কাছে এখন এসেছে এই টুপিটা কেন্দ্রীয় করবে এবং ওই অ্যাপটা যেটা তুমি ইন্সটল করে রেখেছে পাঠিয়ে দেবে হ্যাকারদের কাছে চাইবো তোমার কাছে থাকল না ওটিপি চলে গেল হ্যাকারদের কাছে ব্যাংকের টাকা চলে গেল এইভাবে স্বভাব হ্যাকাররা কাজ করে আর যখনই কোন রকম এরকম কোন একটা লোভনীয় জিনিষ দেখতে পারবে এরকম এমনি এমনি টাকা দিয়ে দিচ্ছে তখন তোমার নিশ্চয় ওখানে সন্ধেহ হওয়া দরকার সেগুলো কে তোমাকে লক্ষ্য রাখতে হবে আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যখন তুমি অ্যাপ ইন্সটল করব যখন তুমি সেখানে পারমিশন দিচ্ছ তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি কি কি পারমিশন দিচ্ছ তুমি ক্যালকুলেটর ইনস্টল করতে এবার ক্যালকুলেটর নিশ্চয়ই তোমাকে পারমিশন ছাড়া কাউকে কি করবো একটা প্রবলেম রয়েছে আপনাকে একটা ক্যালকুলেটর কেন আমার ফোন কলের অ্যাক্সিস যাচ্ছে. 


নাম্বার গুলোকে হাইড করার কোন দরকার নেই কারণ ওইগুলো যে কেউ হ্যাক করতে পারবেন না ওগুলো দিয়ে কেউ কিছু করতে পারবে না এটুকু বলতে পারি মেইন জিনিস যতক্ষণ না তুমি তোমার ফোনে কোন কিছু একটা ঢুকিয়ে নিচ্ছে কাউকে একটা পারমিশন দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ফোনটি কেউ হ্যাক করতে পারবে না ওকে আজকে এই পর্যন্ত শেষ করছি।  খুব তাড়াতাড়ি ফিরে আসব আরেকটি নতুন টিপস নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad