উপায়ে অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ৫০ টাকা সাথে ১ জিবি এমবি একদম ফ্রি 2022. Realltechnews

 


আজ আমি আপনাদের সাথে একটি ইনকাম অ্যাপ শেয়ার করতে চলেছি। অ্যাপ টার নাম হচ্ছে উপায়…. যেটাতে অ্যাকাউন্ট করলেই পাবেন ৫০ টাকা আর সাথে ১ জিবি একদম ফ্রি,তাহলে চলুন দেখিয়ে দেই যে কিভাবে উপায়ে অ্যাকাউন্ট খুলবেন এবং ৫০ টাকা জিতে যাবেন। 


  • ( অ্যাকাউন্ট খুলতে গেলে যা যা লাগবে: 

  • একটি অ্যান্ড্রয়েড মোবাইল ইন্টারনেট কানেকশন আর ভোটার আইডি কার্ড )


প্রথমে উপায় অ্যাপ টি ডাউনলোড করে নিন, 

উপায় অ্যাপ ডাউনলোড লিংক⤵️


  • Playstore থেকে অ্যাপ টা ডাউনলোড করে নেন

  • অ্যাপ টি ডাউনলোড হলে ইন্সটল করে ওপেন করুন, অ্যাপ টি ওপেন করলে এই রকম দেখতে পারবেন।



  • এখানে যে Registration বাটন টা দেখতে পারছেন সেখানে ক্লিক করুন।

  • Registration বাটনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে একটি নতুন পেজে ঠিক এই রকম দেখতে পারবেন ⤵️



এখানে আপনি আপনার নাম্বার টা দিন তার নিচে যে Select Operator দেখতে পারছেন, সেখানে সিমের operator select করুন।


  • বাংলালিংক হলে বাংলালিংক। 

  • আর গ্রামীণ হলে গ্রামীণ। 

  • Operator Select করা শেষ হলে Verify Number এ ক্লিক করুন। Verify Number  এ ক্লিক করলে ঠিক এই রকম দেখতে পারবেন ⤵️




  • তোমার মোবাইলে একটা 4 ডিজিটের এসএমএস আসবে এসএমএস টা আসলে খালি ঘর গুলো অটোমেটিক পুরন হয়ে যাবে। এসএমএস আশার পর আপনাকে নিয়ে যাবে আরেকটি পেজে ঠিক এই রকম ⤵️




  • এই রকম আসলে প্রথমে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের সামনের দিকের ছবি তুলতে হবে এর পর Done এ ক্লিক করুন।

  • কিন্তু মনে রাখবেন ছবি গুলা জেনো পরিষ্কার দেখাই।

  • এর পর ভোটার আইডি কার্ডের পিছনের দিকের ছবি তুলবেন এরপর আবার Done। 

ছবি দুইটা সঠিক ভাবে তুলতে পারলে আপনাকে নিয়ে যাবে আরেকটি পেজে ঠিক এই রকম ⤵️



এটা হলো আপনার উপায়ের পাসওয়ার্ড। এখানে আপনাকে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে

( Example : 1122 ) 

  • সঠিকভাবে উপায় রেজিষ্ট্রেশন করতে পারলে wellcome to upay। 

সব কিছু সঠিক ভাবে করতে পারলে এই রকম আসবে⤵️



এই রকম আসলে উপরে ডান পাশে Balance দেখতে পারছেন সেখানে ক্লিক করুন আর দেখুন Cash Reward কত টাকা আছে। যদি ৫০ টাকা থাকে তাহলে পাবেন ১০০ টাকা আর যদি ২৫ টাকা থাকে তাহলে পাবেন ৫০ টাকা। কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। 

প্রথমে জত টাকা পেয়েছেন সব টাকা আপনাকে রিচার্জ করতে হবে। রিচার্জ করতে Mobile Recharge এ ক্লিক করুন,তার এই রকম আসবে⤵️



কাজ শেষ কিছু ক্ষন অপেক্ষা করুন। দেখবেন  আপনার  অ্যাকাউন্টে ২৫ /৫০ টাকাও আছে সাথে ১ জিবি এমবি ও আসছে। 


আজকে এই পর্যন্ত অন্য দিন আবার আরেকটা নতুন পোস্ট নিয়ে হাজির হবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 


যে নাম্বার এ টাকা টা রিচার্জ করতে চান সে নাম্বার টি বসিয়ে Type your amount এ টাকার সংখ্যা টা বসান বেস

আপনার কাজ শেষ কিছু ক্ষন অপেক্ষা করুন। দেখবেন  আপনার  অ্যাকাউন্টে ২৫ /৫০ টাকাও আছে সাথে ১ জিবি এমবি ও আসছে। 

আজকে এই পর্যন্ত অন্য দিন আবার আরেকটা নতুন পোস্ট নিয়ে হাজির হবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad