ফেইসবুকে ৬টি উপায়ে hmm বলে মেয়ে পটিয়ে নিন।Beat the girl by saying hmm in 6 ways on Facebook

 ফেইসবুকে ৬টি উপায়ে hmm বলে মেয়ে পটিয়ে নিন


ফেইসবুকে ৬টি উপায়ে hmm বলে মেয়ে পটিয়ে নিন

হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভালো আছেন। 


আজকে আমি আপনাদের দেখাবো যে,

কিভাবে ফেইসবুকের যে কোন মেয়ের

(Hmm) এর রিপ্লাই দিয়ে তাকে পটাবেন।


যারা অনলাইনে মেয়েদের সাথে 

চ্যাটিং করেন!

কিংবা চ্যাটিং করার চেষ্টা করছেন।

তারা নিশ্চয় জানেন যে।

মেয়েদের মেসেজ করলে মেয়েরা

অনেক সময় শুধু "হুম" অর্থ্যাৎ

Hmm / hm

লেখে দায় পাড়ি করতে চায়।


অর্থ্যাৎ আপনি মেয়েটিকে অনেক

সময় দিয়ে বড় বড় করে

মেসেজ করতেছেন।

বাট মেয়েটি ভালো ভাবে রিপ্লাই না দিয়ে

সর্টকাট যাষ্ট "হুম" "হুম" দিয়ে

 রিপ্লাই করে যাচ্ছে।


যেনো আপনার সাথে তার 

মেসেজ করার কোন ইন্টারেস্ট ′ই নাই।

তো আপনার সাথে যখন এমন টা ঘটে

অর্থ্যাৎ যখন কোন মেয়ে বার বার

আপনাকে "হুম" রিপ্লাই দেয়।

তখন আপনি এটা বুঝতে পারেন যে,

মেয়েটি আপনার সাথে মেসেজ করতে

আগ্রহ দেখাচ্ছে না।


কিন্তু এটা বুঝতে পারেন না যে,

এমন অবস্থায় আপনি তাকে

কি মেসেজ করবেন? 

বা কি মেসেজ করলে মেয়েটি মজা পাবে।

ফলে সে আপনার সাথে মেসেজ করতে

আগ্রহ দেখাবে।

তো টেনশনের কিছু নাই।


আজকে আমি মেয়েদের করা

"হুম" মেসেজের জবাবে ৭টি মজাদার

রিপ্লাই শেখাবো।

যেগুলো দিয়ে রিপ্লাই করলে 

মেয়ে মজা পাবে এবং আপনার সাথে

মেসেজ করতে আগ্রহী হয়ে উঠবে।


তো চলুন মুল টপিক শুরু করা যাক।




রিপ্লাই নাম্বার -১ঃ


চ্যাটিং এর সময় কোন মেয়ে যদি

বার বার "হুম" বলে তাহলে আপনি তাকে

এটি বলতে পারেন।


"হুম" এর উপর কি ডিসকাউন্ট চলছে নাকি?

মেয়েঃ কেনো?


আপনিঃ আমার মেসেজের রিপ্লাই গুলো 

যেভাবে শুধু "হুম" বলে চালিয়ে দিচ্ছেন। 

তাতে তো এটাই মনে হচ্ছে যে,

"হুম" এর উপর মনে হয় ডিসকাউন্ট চলছে।


আপনার এই কথা শুনে মেয়েটির

অবশ্যই অনেক হাসি পাবে।

মেয়েটি লজ্জাও পাবে বার বার

"হুম" রিপ্লাই দেওয়ার জন্য। 


তখন মেয়েটি অবশ্যই আপনাকে

এমন বলবেঃ

"আরে না,এমন কিছু না"

এবং দেখবেন মেয়েটি নেক্সট এ

আর এমন করবে না।



রিপ্লাই নাম্বার -২ঃ


চ্যাটিং করার সময় যদি কোন মেয়ে 

আপনাকে মেসেজ করে hmm, 


তখন আপনি রিপ্লাই দিবেন

I Hmm You 2


এটা শুনেই আপনার মাথায়

অবশ্যই এসেছে। আরে!

i Love You 2 হয় বাট,

I Hmm You 2

তো জীবনেও শুনিনি।

যে মেয়ে এটা দিবেন সেও 

এটা জীবনেও শোনেনি।


তাই মেয়েটি আপনার এমন ব্যতিক্রমধর্মী 

রিপ্লাই এ অনেক মজা পাবে।

এবং আপনার সাথে মেসেজ করতে

আগ্রহী হবে।



রিপ্লাই নাম্বার -৩ঃ


আপনার গার্লফ্রেন্ড অথবা

যে মেয়ের সাথে আপনি ফ্রি মাইন্ডে

কথা বলেন।

এমন মেয়ে যদি আপনাকে 

'হ্মম" মেসেজ করে তো আপনি তাকে।

মজা দিতে আপনি তাকে এটা বলতে পারেন।


একটু পর পর শুধু "হুম' বলতাছো?

এখনি, "হুম" মানে যদি

"আই লাভ ইউ" হতো।

তাহলে তো একটি বারের জন্যও

"হুম" মুখেই আনতে না।

আপনার এই কথা শুনে মেয়েটি 

অনেক অনেক মজা পাবে।


এবং মেয়েয়ি বুঝতে পারবে

সে একটু পর পর যে, "হুম" বলতাছে

সেটা আপনি খেয়াল করতাছেন।

তাই মেয়েটি নেক্সট এ আর

"হুম" মেসেজ করবে না।


রিপ্লাই নাম্বার -৪ঃ


আপনার বান্ধবী,  গার্লফ্রেন্ড অথবা

 যে মেয়ের সাথে আপনি মজা করেন।

এমন মেয়ে আপনাকে বার বার

"হ্মন" বললে আপনি তাকে

এটি বলতে পারেন।


মেয়েটিকে বলবেনঃ

আজকে আমি একটু বিজি আছি।

আমরা বিয়ে টা কালকে করি?

তখন মেয়েটি অবশ্যই বলবেঃ হোয়াট। 

বা বলতে পারেঃ মানে?


তখন আপনি বলবেনঃ

তুমি তো আমাকে বললে

Hay Marry Me.

মেয়ে তখন অবশ্যই বলবেঃ

কখন বললাম।

তখন আপনি বলবেনঃ 

h m m =hmm বললে না

hmm এর পূন্যরুপ Hay Marry Me?

তার মানে তো তোমাকে বিয়ে

করার জন্যই বলতাছো।


তো বন্ধুরা আপনারা চাইলেই "হুম" এর

জবাবে মেয়েটিকে এটিও বলতে পারেন।

হ্যা,  আমি তোমাকে মিস করতাছি।

বাট, তুমি কি করে জানলে?


মেয়েটি তখন অবশ্যই বলবেঃ মানে?

তখন আপনি বলবেনঃ 

তুমি তো আমাকে জিজ্ঞেস করলে,

Hay Mission Me?

মেয়ে তখন অবশ্যই বলবেঃ কখন বললাম?

তখন আপনি বলবেনঃ 

Hmm এর পূন্যরুপ তো,

Hay Mission Me?


বন্ধুরা এই কথাটি শোনার পর

মেয়েটি হাসবে।

এবং এই কথার সুত্র ধরে আরো অনেক

মজার মজার কথা বলতে থাকেন।


তাহলে দেখুন, মেয়েটি যেখানে

আপনার সাথে মেসেজ করতে 

ইন্টারেস্ট 'ই ছিলোনা,

আপনি যাস্ট ছোট একটি কৌশল খাটানোর

কারনে মেয়েটির সাথে আপনার 

মজার মজার কথা শুরু হয়ে গেলো।


রিপ্লাই নাম্বার -৫ঃ


কোন মেয়ে আপনাকে বার বার

"হুম" রিপ্লাই দিলে উত্তরে আপনি তাকে 

এটি বলতে পারেন। 


আচ্ছা,  আপনাকে একটা প্রশ্ন করবো,

উত্তর দেন তো।

মেয়ে তখন অবশ্যই বলবেঃ বলেন।

তখন আপনি বলবেনঃ বলেন তো

(Hmm) যদি না থাকতো তাহলে কি হতো?


মেয়ে তখন বলবেঃ কি হতো…?

তখন আপনি বলবেনঃ তাহলে আমার,

আপনার থেকে লম্বা লম্বা রিপ্লাই পাওয়ার সৌভাগ্য হতো।

এটা শুনে মেয়েটি অনেক মজা পাবে।


এবং ভাববে যে, সে আপনাকে

সর্টকাটে হুম, হুম করে রিপ্লাই দিচ্ছে 

এটাতে আপনি মন খারাপ করতাছেন।

তখন দেখবেন মেয়েটি আপনার সাথে 

ইন্টারেস্ট নিয়ে কথা বলা শুরু করবে।


রিপ্লাই নাম্বার -৬ঃ


কোন মেয়ে আপনাকে বার বার

"হুম" রিপ্লাই দিলে উত্তরে আপনি তাকে 

এটাও বলতে পারেন। 


কী-বোর্ডের এতো গুলো বর্ন থাকতে শুধু,

hmm(h.m) এর প্রতি আপনার এতো ভালোবাসা কেনো?


এর পিছনে রহস্য টা কি?

জাতি জানতে চাই…?

তো আপনার এমন মজাদার 

কথা শোনে যে কোন মেয়ে

অনেক অনেক মজা পাবে।

এবং মেয়েটি আপনার সাথে আর ও

মজা নিয়ে কথা বলে শুরু করে দিবে।















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad