Pagli Tita Mitha Bojhena Lyrics (পাগলি তিতা মিঠা বোঝেনা লিরিক্স) Sourav Islam & Akash Islam

pagli tita mitha bojhena lyrics (পাগলি তিতা মিঠা বোঝেনা লিরিক্স) Sourav Islam, Akash Islam


pagli tita mitha bujhena lyrics (পাগলি তিতা মিঠা বুঝেনা লিরিক্স) Sourav Islam, Akash Islam


Pagli Tita Mitha Bojhena Lyrics By Sourav Islam, Akash Islam

Pagli Tita Mitha Bojhena Lyrics Is Bengali Song. This Song Is Sung by Sourav Islam, Akash Islam. Music Composed By Sourav Islam. This Song Lyrics And Tune Created By Sourav Islam.


যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Realltechnews  এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।


Song Information... 

Song: Pagli Tita Mitha Bojhena

Singer: Sourav Islam, Akash Islam

Lyrics : Akash Islam 

Tune: Collected

Flute & Dotara: Munshi Jewel

Music: Tanzil Hasan

Starring: Sumon Patwary,mimo,Md Taz,Shajid Khan,Mithila,Juthi,Sumi,Md Ruhul Amin.

Dop:Johir Ryhan

Edit & Color:Bappi

Concept:Eagle Team

Choreographed by:Md Ruhul Amin

Label:Eagle Team Directed & Eagle Team 



pagli tita mitha bojhena lyrics (পাগলি তিতা মিঠা বোঝেনা লিরিক্স) 


পাগলি তিতা মিঠা বোঝেনা তিতা মিঠা বোঝেনা

পাগলিরে জিলাপি দিও না,

পাগলি তিতা মিঠা বোঝেনা তিতা মিঠা বোঝেনা

পাগলিরে জিলাপি দিও না,

যে না বুঝে মর্ম তার কিসেরই ধর্ম, 

যে না বুঝে মর্ম তার কিসেরই ধর্ম 

ভালোবাসা না থাকলে ভালো লাগে না কর্ম। 

যে তোমায় বুঝে করবে আপন, তোমায় তোমায়  বুঝে করবে আপন তারে ছেড়ে যেও না।পাগলিরে জিলাপি দিও না।

পাগলি তিতা মিঠা বোঝেনা তিতা মিঠা বোঝেনা

পাগলিরে জিলাপি দিও না।

যে বোঝেনা তোমার মূল্যবোধ, তোমার মূল্যবোধ 

তুমি তারে খোজো রোজ জীবন তোমার হচ্ছে বিফল সেই দিকে নাও খোজ,সেই দিকে নাও খোজ।

যে বোঝেনা তোমার মূল্যবোধ, তোমার মূল্যবোধ 

তুমি তারে খোজো রোজ জীবন তোমার হচ্ছে বিফল সেই দিকে নাও খোজ,সেই দিকে নাও খোজ।

ভুল মানুষের ভুল জমিতে, ভুল মানুষের ভুল জমিতে

স্বপ্নের বীজ বুনো না। পাগলিরে জিলাপি দিও না।

পাগলি তিতা মিঠা বোঝেনা তিতা মিঠা বোঝেনা

পাগলিরে জিলাপি দিও না।

যে বুঝেনা তোমার ভালো থাকা, তোমার ভালো থাকা 

তার জন্য ঘর বানাইলা পাকা। তারে নিয়ে ভাইবা জীবন করলা আকা-বাকা।

যে বুঝেনা তোমার ভালো থাকা, তোমার ভালো থাকা 

তার জন্য ঘর বানাইলা পাকা। তারে নিয়ে ভাইবা জীবন করলা আকা-বাকা।

ভুল মানুষের ভুল জমিতে, ভুল মানুষের ভুল জমিতে

স্বপ্নের বীজ বুনো না। পাগলিরে জিলাপি দিও না।

পাগলি তিতা মিঠা বোঝেনা তিতা মিঠা বোঝেনা

পাগলিরে জিলাপি দিও না,

পাগলি তিতা মিঠা বোঝেনা তিতা মিঠা বোঝেনা

পাগলিরে জিলাপি দিও না,

পাগলি তিতা মিঠা বোঝেনা তিতা মিঠা বুঝেনা

পাগলিরে জিলাপি দিও না,

পাগলিরে জিলাপি দিও না,

পাগলিরে জিলাপি দিও না,

পাগলিরে জিলাপি দিও না,



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad