আসল ও নকল মোবাইল চেনার উপায় | How to Identify Original Mobile Phone
অফিসিয়ালি আর আনফিসিয়াল ফোন চেনার উপায়?
আপনার হাতের ফোনটি আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে কনফিউশন।
আজকের পোস্টে আপনার কনফিউশন আমি দূর করে দিব, আপনি নিজে চেক করতে পারবেন আপনার হাতের ফোনটি আসল নাকি নকল অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।
কথা বলো না তাই দেখায় শুরুতেই আমি আপনাদেরকে দেখাব যে আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি, আনঅফিসিয়াল,
সেটা কিভাবে চেক করবেন ওকে এজন্য আপনি ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে আসার পর এখান *#05# ডায়াল করার সাথে সাথে এখানে দেখেন আইএমইআই নাম্বার টা কিন্তু এখানে দেখাচ্ছে।
সেটা একটা কাগজে সুন্দর করে নোট করে ফেলবেন ওকে নোট করার পর ওখান থেকে চলে আসেন এখন আপনি আপনার মেসেজ অপশন রয়েছে সেখানে চলে যাবেন,
ওকে আমি মেসেঞ্জারে আসলাম আসার পর এখানে নতুন করে একটা মেসেজ টাইপ করবো আর এটা পাঠাবো.
সেন্টারের নাম্বার রয়েছে সেটা হচ্ছে 16002, তারপর হচ্ছে মেসেজের বডি তে গিয়ে টাইপ করুন KYD স্পেস IMEI নাম্বার।
এরপর সেন্ট বাটনে ক্লিক করুন।এর কিছু পর আপনার কাছে এই রকম একটা এসএমএস আসবে।
আপনার ফোন টি অফিসিয়ালি হলে এই রকম এসএমএস আসবে।
আর যদি আনফিসিয়াল হয় তাহলে এই রকম এসএমএস আসবে।
ফোন কেনার সময় অবশ্যই আপনার খুব ভালো করে চেক করে নিবেন, ফোন কেনার সময় আমরা অবশ্য এই মেসেজটা দিয়ে আগে দেখবেন যে ফোনটাকে অফিশিয়াল নাকি আনঅফিসিয়াল ওকে।
ফোনটি আসল নাকি নকল চেনার উপায়?
এখন আমি আপনাদের দেখাবো যে আপনার হাতে স্মার্টফোনটি কি আসল নাকি নকল ঠিক আছে আর এই প্রসেসে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এই পোস্ট হয়তবা অনেকের কাজে লাগতে পারে বা অনেক বেশি উপকার হতে পারে এই পোস্ট টি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন আর।
এরজন্য যেতে হবে আপনার ব্রাউজারে,
এরপর এড্রেস-বারে টাইপ করুন Imei.info এরপর সার্চ দিন।
এরপর নিয়ে যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে
এখানে দেখাচ্ছে এন্টার আইএমইআই ঠিক আছে সেখানে ক্লিক দেওয়ার পর আপনি যে আইএমইআই নাম্বার টা আগে নোট করে নিয়েছিলেন সেটা এখানে যাস্ট বসিয়ে দিবেন।
ওকে আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি,
নিচে অপশন রয়েছে চেক নামে তাকে ক্লিক দেওয়ার আগে এখানে হচ্ছে একটা অপশন রয়েছে আমি হিউম্যান এখানে একটা ক্লিক দিবেন।
দেয়ার পর এখান থেকে এটা কি আপনার ক্যাপচা টাকে পূরণ করতে হবে যেমন ক্যাপচার এখানে বলছে যে সে প্লেন ঠিক আছে এখানে এখানে সাগরে জাহাজ রয়েছে এগুলো আমাকে সিলেক্ট করতে হবে একেকজন একেকটা থাকতে পারে উপরে যেটা বলা থাকবে সেটাই আপনার সিলেক্ট করে তা প্রচার না করে দিবেন ওকে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেক্সট এ দিচ্ছি।
পাঠানো হচ্ছে এখানে ক্লিক করে দেখতে পারেন না চলে আসছে এখন আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে এখানে দেখাচ্ছে.
আমার এই মডেলটা দেখাচ্ছে এখন আমি বুঝতে পারছি যে আমার ফোনটা অবশ্যই আসল যদি আসল না হতো তাহলে কিন্তু এই শব্দটা এখানে আসত না ঠিক আছে।
এভাবে আপনারা বুঝতে পারবেন যদি আপনার ফোনের মডেলটি দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা অবশ্যই আসল এবং এটাই ডাটাবেজে পাওয়া গিয়েছে।
এভাবে আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারেন যে আপনার হাতে স্মার্টফোনটি কি আসল নাকি নকল,
আর আমি আগে যে প্রসেসটা দেখলাম সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটিকে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল বিশেষ করে ফোন কেনার সময় অবশ্যই আপনার অফিশিয়াল আনঅফিসিয়াল দেখে তারপরে ফোন কিনবেন।
