যে গজলে কাঁদবে সবাই । Baba Mane...। বাবা মানে...। Hujaifa Islam । বাবা গজল । Baba gojol 2022
Song Credit-
Song : baba mane,
Tune & Singer : Sayed Ahmad
Music Director : Tanjim Reza Record
Label : Holy Tune
হাহাহাহাহাহাহাহাহা
বাবা মানে তত্ত্ব রোদে মেঘের মতো ছায়া কালবৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া, (২বার)
বাবা মানে সন্তানের নিরাপত্তার চাদর,
জীবন জুরে ভালোবাসার অফুরন্ত আদর,
বাবা ও বাবা আমার বাবা কখন কোথাই কেমন আছি রোজ নেও তার খবর।
তোমার কাছে প্রথম বাবা হাটতে শিখার দিন এই জীবনে শেষ হবেনা তোমার দেওয়া রীন।
তোমার থেকে শিখছি বাবা বিশ্ব জয়ের গান, জীবন জুরে আলোয় আমার তোমার অব্দার।
তোমার কাছে প্রথম বাবা হাটতে শিখার দিন এই জীবনে শেষ হবেনা তোমার দেওয়া রীন।
তোমার থেকে শিখছি বাবা বিশ্ব জয়ের গান, জীবন জুরে আলোয় আমার তোমার অব্দার।
মরুভূমির তত্তটটে তুমি সবুজ সব,
কখন কোথাই কেমন আছি রোজ নেও তার খবর।
বাবা ও বাবা আমার বাবা কখন কোথাই কেমন আছি রোজ নেও তার খবর।
বিপদ কালে মুছিবতে ধর সাথে প্রান,
সহজ সরল ভাষায় বাবা সঠিক সমাধান।
জাই নামাজের বিছানাতে ইমামতির কাজ,
তুমি আমার প্রথম ইমাম তুমি মাথার দাম।
বিপদ কালে মুছিবতে ধর সাথে প্রান,
সহজ সরল ভাষায় বাবা সঠিক সমাধান।
জাই নামাজের বিছানাতে ইমামতির কাজ,
তুমি আমার প্রথম ইমাম তুমি মাথার দাম।
সেই আদর্শে করছি লালন আমার বুকের ধন।
কখন কোথাই কেমন আছি রোজ নেও তার খবর।
বাবা ও বাবা আমার বাবা।
কখন কোথাই কেমন আছি রোজ নেও তার খবর। (4বার)
